
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করার কয়েকদিনের মধ্যেই বেঙ্গালুরুতে পৌঁছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাম্পে যোগ দিলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। আগামী ১৭ মে থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশ। লাল বলের ক্রিকেট ছেড়ে দেওয়ার পর এবার ফের ২২ গজে দেখা যাবে তাঁকে। কোহলি ক্যাম্পে যোগ দেওয়ার পর আরসিবি তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্টের করে। সেখানে বিরাটকে আরসিবির ট্রেনিং কিট পরে চওড়া হাসি দিতে দেখা গিয়েছে।
পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘The King is back, with a big bright smile! Time to get down to bold business!’ বৃহস্পতিবার আপলোড করা ৫১ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, কোহলি চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রবেশ করছেন এবং নেট সেশনে ব্যাট করছেন নিজের চেনা ছন্দেই। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে দেখা যায় তাঁকে। মাঠের চারদিকেই শট খেলছিলেন দারুণ আত্মবিশ্বাসে। চলতি আইপিএলের প্রথম অংশ স্থগিত হওয়ার আগে কোহলি টানা চারটি হাফ-সেঞ্চুরি করেছিলেন।
১১ ইনিংসে ৫০৫ রান করেছিলেন, গড় ছিল ৬৩.১২ এবং স্ট্রাইক রেট ছিল ১৪৩.৪৬। কোহলির ব্যাটিং ছাড়াও দারুণ অধিনায়ক্তব করছেন রজত পাতিদারও। তাঁর নেতৃত্বে আরসিবি ১১ ম্যাচে ৮টি জয় পেয়ে এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ১৭ মে শনিবার আরসিবি মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের। যা কিনা কোহলির টেস্ট থেকে অবসরের পর প্রথম ম্যাচ।
প্রাক্তন অধিনায়ককে শ্রদ্ধা জানাতে আরসিবি সমর্থকরা আহ্বান জানিয়েছেন পরবর্তী হোম ম্যাচে দর্শকদের সাদা পোশাকে আসার জন্য। উল্লেখ্য, ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার কারণে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিসিসিআই নতুন করে আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ করে। নতুন সূচি অনুযায়ী, স্থগিত আইপিএলের বাকি অংশের প্রথম ম্যাচ খেলবে আরসিবি যেখানে কোহলিকে দেখার অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব।